মোবাইল ব্যাংকিং ও সিম অফার

সকল সিমের নাম্বার দেখার কোড ২০২৫

সকল সিমের নাম্বার দেখার নিয়ম জেনে নিন ২০২৫

সকল সিমের নাম্বার দেখার কোড ২০২৫

আমরা আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের সিম ব্যবহার করে থাকি। এই সিম গুলোর প্রত্যেকটির বিভিন্ন ধরনের ইউএসএসডি কোড থাকে যা দিয়ে নাম্বার দেখা, ব্যালেন্স চেক, ইন্টারনেট ক্রয়, মিনিট ক্রয় ইত্যাদি করা যায়। এই কোড গুল ক্ষুদ্র হলেও কখনো কখনো নতুন সিম কিনলে মনে থাকে না।

তাই আজকের পোস্টে আমরা সকল সিমের নাম্বার দেখার কোড নিয়ে আলোচনা করবো। দেরী না করে চলুন আমাদের আজকের আলোচনা শুরু করি।

সকল সিমের নাম্বার দেখার কোড

চলুন দেখে নেওয়া যাক গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক ইত্যাদি সকল সিমের নাম্বার দেখার কোড গুলো।

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড

বাংলালিংক বর্তমানে অনেক জনপ্রিয় একটি সিম। কারণ এই সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজের দাম তুলনামূলক অন্যান্য সিম থেকে কম। বর্তমানে অনেকে বাংলালিংক সিম ব্যবহার করে। এছাড়া এই সিমের ইন্টারনেট স্পিড বর্তমানে অন্যান্য বাংলাদেশী সকল সিমের থেকে বেশী।

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড হলো *৫১১#। মোবাইলের ডায়াল প্যাডে উক্ত কোডটি বসিয়ে ডায়াল করলে আপনার নাম্বারটি দেখতে পারবেন।

জিপি সিমের নাম্বার দেখার কোড

জিপি বা গ্রামীণফোন বরাবরই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়। জিপি মুলত তাদের অসাধারণ পরিষেবার জন্য মানুষের কাছে পরিচিত। ইন্টারনেট স্পিড এবং অফলাইন কলিং উভয় দিক থেকেই জিপি সিম অনেক আগে থেকে অসাধারন সেবা দিয়ে আসছে।

জিপি সিমের নাম্বার চেক করার জন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *২# ডায়াল করুন।

টেলিটক সিমের নাম্বার দেখার কোড

টেলিটক সিম খুব একটা ভালো পরিষেবা না দিলেও এই সিমে কলরেট এবং ইন্টারনেট প্যাকেজের দাম অনেক কম হয়। এছাড়া যেই এলাকায় কভারেজ আছে সেই এলাকায় অনেক ভালো সার্ভিস দেয়।

টেলিটক সিমের নাম্বার দেখার জন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *৫৫১# ডায়াল করুন। এতে যদি কাজ না হয় তাহলে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

১. মোবাইল থেকে ম্যাসেজ অ্যাপে প্রবেশ করুন।
২. ম্যাসেজে ইংরেজি “P” অক্ষরটি লিখুন।
৩. এরপর ১৫৪ নাম্বারে পাঠিয়ে দিন।
ফিরতি ম্যাসেজে আপনি আপনার নাম্বারটি পেয়ে যাবেন। এভাবে টেলিটক সিমে নাম্বার দেখতে পারবেন।

রবি সিমের নাম্বার দেখার কোড

আমরা অনেকে রবি সিম ব্যবহার করি। অনেক ভালো পরিষেবা এবং কম মূল্যের প্যাকজ প্রদানের জন্য এই সিমটি অনেকে ব্যবহার করে। রবি সিমের নাম্বার দেখার কোড অনেক সহজ।

মোবাইলের ডায়াল প্যাড থেকে *১৪০*২*৪# অথবা *২# ডায়াল করুন। এভাবে আপনি রবি সিমের নাম্বার দেখতে পারবেন।

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড

রবি এবং এয়ারটেল একই কোম্পানির অধিনে হওয়ায় দুই সিম প্রায় একই সেবা প্রদান করে থাকে। এছাড়া এয়ারটেলে বিভিন্ন ধরনের ইন্টারনেট এবং মিনিট অফার পাওয়া যায়। এয়ারটেলে নাম্বার চেক করা অনেক সহজ।

এর জন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *২# ডায়াল করুন। ডায়াল করার পর স্ক্রিনে আপনার এয়ারটেল নাম্বারটি দেখাবে।

আশাকরি আজকের পোস্ট থেকে আপনি সকল সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে অবগত হয়েছেন। উপরোক্ত আলোচনা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

 

একনজরে সকল সিমের নাম্বার চেক করার কোড

  • বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড *511#।
  • গ্রামীণফোন সিমের নাম্বার চেক করার কোড *2#।
  • রবি সিমের নাম্বার চেক করার কোড *2#।
  • এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড ‎*2 #‎।
  • টেলিটক সিমের নাম্বার চেক করার কোড *551#।

ধন্যবাদ। Blog Park BD এর সাথেই থাকুন।

Shimul Hossain

আমি শিমুল হোসাইন। BlogParkBD এর একজন লেখক।

3 Comments

  1. For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button