আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখার উপায়
আইফোন ( iPhone ) হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। বিশ্বের অন্যতম বড় মোবাইল ব্র্যান্ড অ্যাপল। অ্যাপলের আইফোন মানেই সকলের কাছে একটা আলাদা উন্মাদনা।
আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখার উপায়
আইফোনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে– এর ব্যাটারি হেলথ ভালো রাখা। ব্যাটারি হেলথ হলো- ব্যাটারি আয়ু বা পারফরম্যান্স কি রকম সেটা জানান দেয়।
তো বন্ধুরা আজকের পোস্টে আলোচনা করা হবে কিভাবে আপনি আপনার হাতে থাকা আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখবেন, কিভাবে ব্যাটারির যত্ন নিবেন ইত্যাদি। চলুন শুরু করা যাক!
আইফোনের ব্যাটারি হেলথ কি?
আইফোনের ব্যাটারি হেলথ হলো আপনার কাছে থাকা আইফোনটির ব্যাটারির বর্তমান অবস্থা। আপনার আইফোনের ব্যাটারি সম্পর্কে সকল তথ্য এটি আপনাকে জানিয়ে দেয়। যেমন- ব্যাটারিটি কতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, ব্যাটারির হেলথ স্কোর কত এবং এটি কতটুকু সময় ধরে চার্জ ধরে রাখতে পারবে ইত্যাদি।
আইফোনের ব্যাটারি হেলথ চেক করার নিয়ম
আইফোনের ব্যাটারি হেলথ চেক করার নিয়মটা খুব সহজ। এর জন্য Settings – এ প্রবেশ করে, Battery অপশনে ট্যাপ করতে হবে। তারপর Battery Health – এ ট্যাপ করে দেখতে পারবেন Maximum Capacity – লেখার পাশে আপনার ফোনের ব্যাটারি হেলথ কত শতাংশ আছে।
কিভাবে বুঝবেন ব্যাটারি হেলথ এর কত শতাংশে কি নির্দেশ করে?
আইফোনের ব্যাটারি হেলথ-এ আপনার ফোনের ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি নির্দেশ করে। যদি ব্যাটারি হেলথ ১০০% দেখায় তাহলে বুঝতে হবে বর্তমানে সেরা পারফরম্যান্স স্টেজে আছে। ১০০% এর থেকে কমলে তখন আগের থেকে তুলনামূলক কম পারফরম্যান্স পাবেন।
৭৯% বা তার থেকে কম হেলথ প্রদর্শন করলে বুঝতে হবে ব্যাটারি ব্যাকাপ একেবারেই কম, অর্থাৎ আপনার আইফোনের ব্যাটারি হেলথ ভালো নয়।
আরও পড়ুন- সকল সিমের নাম্বার দেখার কোড ২০২৪
আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে করণীয় কি?
আইফোনের ব্যাটারিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে – লিথিয়াম আয়ন। এটি মূলত ফাস্ট চার্জের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে চার্জও বেশিক্ষণ থাকে। কিন্তু আইফোনের ক্ষেত্রে ভিন্ন লক্ষ্মণ দেখা যায়। নির্দিষ্ট সময় পর আইফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমতে থাকে।
এর ফলে আইফোন ব্যবহারকারীদের ব্যাটারি হেলথ নিয়ে চিন্তায় পড়তে হয়। আইফোন ব্যবহারকারীদের জন্য ব্যাটারি হেলথ নিয়ে সবসময় আলাদা একটা চিন্তা মাথায় থেকেই যায়। সব থেকে বেশি সমস্যায় পড়েন তারা, যারা প্রথমবার আইফোন ব্যবহার করেন বা করছেন।

আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে যা যা করণীয়
- আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে Low Power Mode কার্যকরী ভুমিকা রাখতে পারে। এর ফলে ফোনের Email fetching সহ ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অটো-ডাউনলোড প্রভৃতি ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ হয়ে যাওয়ায় চার্জ কম কাটে ফলে ব্যাটারি ক্ষতি থেকে রক্ষা পায়।
- ব্যাটারি হেলথ ভালো রাখার আরেকটি অন্যতম উপায় হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা। অ্যাপল এর তথ্য মতে এর আদর্শ তাপমাত্রা ৬২° – ৭২° ফারেনহাইট। যা ৯৫° ফারেনহাইট এ গেলে ব্যাটারির ক্ষতি হতে পারে।
- আপনার আইফোনের ব্যাটারির হেলথ ঠিক রাখতে নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন। বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন এর জন্য ব্যাটারি ও ডাটা ব্যবহৃত হতে থাকে। এর ফলে ব্যাটারির হেলথ কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
- ফোন চার্জে দেয়ার সময় ফোনের কভার খুলে রাখুন, কেননা ফোনের কভারের কারণে অনেক সময় ফোন চার্জে থাকাকালীন ওভারহিট হতে পারে এবং এ জন্য ব্যাটারির ক্ষতি হতে পারে ।
আরও পড়ুন- Virtual RAM কী? ভার্চুয়াল র্যাম কীভাবে কাজ করে? সুবিধা ও অসুবিধা
- ফোন চার্জিংয়ের সময় খেয়াল রাখতে হবে। কারণ ওভার চার্জিং আপনার আইফোনের ব্যাটারির ওপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে।
- আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে সব সময় ফোন আপডেটেট রাখুন।
- ব্যাটারি হেলথ ভালো রাখতে ফোনের ব্রাইটনেস অটো মোডে রাখতে পারেন। ব্যাটারি ব্যাকাপ ঠিক রাখতে এটি কার্যকরী।
- আইফোনের এডাপ্টার কেনার সময় অবশ্যই সম সময়ই অরিজিনাল এডাপ্টার কিনুন। চিপ এডাপ্টার আপনার আইফোনের ব্যাটারি কে ক্ষতির মুখে ঠেলে দিবে।
- পাওয়ার ব্যাংক কেনার সময়ও একই উপায় অবলম্বন করুন, অরিজিনাল টাই কিনুন। বেশি টাকা লাগবে, এই ভেবে চিপ জিনিস কিনে ফোনের ব্যাটারির ক্ষতি করে ফেলতে পারেন, যার জন্য পরে আফসোস করতে হবে৷
- এনিমেশন ও মোশন এর কারণে চার্জ বেশি হারে কাটে। তাই এনিমেশন ও মোশন বন্ধ করতে হবে। চার্জ স্বাভাবিক কাটলে ব্যাটারি হেলথ ভালো থাকে।
কিভাবে চার্জে দিলে আইফোনের ব্যাটারি হেলথ ভালো থাকবে?
আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে ফোন কে সঠিক উপায়ে চার্জে দিতে হবে৷ ভুল ভাবে চার্জ দিলে ফোনের ব্যাটারির ব্যাপক ক্ষতি হতে পারে।
চার্জে দেয়ার কিছু নিয়ম আছে৷ সেগুলো হচ্ছে –
- আইফোন চার্জের ক্ষেত্রে অরিজিনাল চার্জারের ব্যবহার করতে হবে। এর ফলে চার্জ সঠিক ভাবে হওয়ায় ব্যাটারির উপর নেগেটিভ প্রভাব পড়বে না । ব্যাটারির হেলথ ভালো থাকবে।
- সারা রাত ধরে ফোন চার্জে রেখে দেয়া থেকে বিরত থাকুন। আমরা মূলত ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠে চার্জ থেকে ফোন খুলি। এই অভ্যাস আইফোনের ব্যাটারির ক্ষতি করে। তাই এই অভ্যাস পরিবর্তন করতে হবে।
- আইফোনের চার্জ Low পার্সেন্ট এ এনে চার্জ দেয়া থেকে বিরত থাকুন। এর ফলে দিন দিন ব্যাটারি ডাউন হতে পারে এবং হেলথ কমে যেতে পারে।
- সময় সময় ১০০% চার্জ দেয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে ৮০% চার্জ হলেই চার্জার খুলে ফেলুন। এতে ব্যাটারির হেলথ ঠিক থাকবে।
- কখনো চার্জ ২০% এর নিচে নামতে দেবেন না।
- কখনো আপনার ফোনটিকে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় ব্যবহার করবেন না।
- চার্জ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল অ্যাপল আইফোন চার্জার এবং অ্যাডাপ্টার ব্যবহার করুন।
আইফোনের ব্যাটারি হেলথ সম্পর্কে জানতে নিচের এই ভিডিওটি দেখুন।
এভাবেই উপরোক্ত বিষয়গুলি অনুসরণ করার মাধ্যমে আপনি অতি সহজে আপনার আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে পারবেন।
শেষকথা
আইফোন হচ্ছে সবার পছন্দের শীর্ষে থাকা ফোন। সবারই আইফোনের দিকে আলাদা একটা আকর্ষণ থাকে সব সময়-ই। অনেকেই অনেক কষ্টের টাকায় আইফোন কিনেনে।
আর আইফোনের অন্যতম বিষয় ব্যাটারি হেলথ । এজন্য কষ্টের টাকায় কেনা আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে উপরের বিষয়গুলো মেনে চলুন। এতে ফোন ভালো থাকবে, ব্যাটারি ভালো থাকবে।
আশা করি আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর Blog park bangladesh এর সাথেই থাকবেন। ধন্যবাদ।